অর্থনীতিতে কী নোবেল পুরস্কার দেওয়া হয়?

প্রতিবছর নোবেল পুরস্কার প্রদান করা হয় সুইডিশ বিজ্ঞানী, উদ্যোক্তা এবং ব্যবসায়ী আলফ্রেড নোবেলের নামানুসারে। ডিনামাইট আবিষ্কারের পাশাপাশি নোবেল প্রাইজ ডট ওআরজি তথ্যমতে, আরো ৩৫৫ টি আবিষ্কারের প্যাটেন্ট পেয়েছিলেন তিনি।
১৮৯৫ সালের ২৭ নভেম্বর আলফ্রেড নোবেল তার তৃতীয় ও সর্বশেষ উইলে সই করেছিলেন। এই উইলে নোবেল তার রেখে যাওয়া সম্পদ দিয়ে পুরস্কার দেওয়ার কথা বলেছিলেন। সে সময় নোবেলের রেখে যাওয়া সম্পদের আর্থিক মূল্য ছিল ৩১ মিলিয়ন সুইডিশ ক্রোনার। তার এই সম্পদ দিয়ে মোট পাঁচটি শাখায় পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছিল। এগুলো হলো: পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য, এবং শান্তি। ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। কিন্তু নোবেলের উইলে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়ার কথা ছিল না।
১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক রিক্সব্যাংক কর্তৃক প্রতিষ্ঠা করা হয় ‘The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel’। রিক্সব্যাংকের ৩০০ বছর পূর্তিতে রিক্সব্যাংক নোবেল ফাউন্ডেশনকে দেওয়া অনুদানের উপর ভিত্তি করে পুরস্কারটির যাত্রা শুরু হয়। অন্য পাঁচটি ক্ষেত্রের মতোই সমপরিমাণ অর্থ এই পুরস্কারে দেওয়া হয়। ১৯৬৯ সালে প্রথম পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কারটির নামেই আছে ‘আলফ্রেড নোবেলের স্মরণে অর্থনীতি বিজ্ঞানে দ্যা ভেরিগ্স রিস্কব্যাংকের পুরস্কার’।
তাই প্রতিবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় বলে যে প্রচার করা হয় সেটি পুরোপুরি ঠিক নয়।