trufy

আসিফ নজরুলের কথায় ছেড়ে দেওয়া হয় শাওন ও সাবাকে দাবিতে ডিবিসির নামে ভুয়া ফটোকার্ড প্রচার


আসিফ নজরুলের কথায় ছেড়ে দেওয়া হয় শাওন ও সাবাকে দাবিতে ডিবিসির নামে ভুয়া ফটোকার্ড প্রচার


রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে গত ৬ ফেব্রুয়ারি রাতে অভিনেত্রী সোহানা সাবা ও মেহের আফরোজ শাওনকে আটক করে গোয়েন্দা পুলিশ- ডিবি। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে পরদিন দুজনকেই নিজ নিজ পরিবাবের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এরই প্রেক্ষিতে, “উপদেষ্টা আসিফ নজরুলের কথায় ছেড়ে দেওয়া হয় অভিনেত্রী শাওন ও সাবাকে” শীর্ষক শিরোনামে মূলধারার ইলেকট্রনিক গণমাধ্যম ডিবিসি নিউজের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফ্যাক্টচেক

অনুসন্ধানে জানা যায়, “উপদেষ্টা আসিফ নজরুলের কথায় ছেড়ে দেওয়া হয় অভিনেত্রী শাওন ও সাবাকে” শীর্ষক তথ্যে বা শিরোনামে ডিবিসি নিউজ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ডিবিসি নিউজের ডিজাইন নকল করে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে ডিবিসি নিউজ এর লোগো রয়েছেন এবং এটি প্রকাশের তারিখ ৭ ফেব্রুয়ারি, ২০২৫ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে ডিবিসি নিউজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, গণমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির পক্ষে কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

তবে ডিবিসি নিউজের ফেসবুক পেজে গত ৭ ফেব্রুয়ারি ‘’জিজ্ঞাসাবাদের পর শাওন ও সাবাকে ছেড়ে দিল ডিবি’ শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডে আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য পাওয়া যায়নি।

অর্থাৎ, ডিবিসি নিউজ এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।

পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি। 

সুতরাং, “উপদেষ্টা আসিফ নজরুলের কথায় ছেড়ে দেওয়া হয় অভিনেত্রী শাওন ও সাবাকে” শীর্ষক শিরোনামে ডিবিসি নিউজের নামে ফেসবুকে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট। 

Join Us as a Volunteer!

Are you passionate about promoting truth and making a difference? At Trufy.co, we’re building a community to fight misinformation and create a more informed society. By joining us, you’ll contribute to meaningful change, learn valuable skills, and be part of a supportive team dedicated to making the world a better place. Sign up today and help us spread the truth!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *