নোবেল পুরস্কারের মনোনীত ব্যাক্তিদের নাম কী জানা যায়?

১৯০১ সাল থেকে নোবেল পুরস্কারের যাত্রা শুরু হয়। নোবেলের তৃতীয় উইল অনুযায়ী মোট পাঁচটি শাখায় এ পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছিল। পরবর্তীতে এ পাঁচটির সাথে ‘আলফ্রেড নোবেলের স্মরণে অর্থনীতি বিজ্ঞানে দ্যা ভেরিগ্স রিস্কব্যাংকের পুরস্কার’টি যুক্ত হয়।
প্রতিবছরের সেপ্টেম্বর মাস থেকে নোবেল পুরস্কারের মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়। অসংখ্য একাডেমিস, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিজ্ঞানী, বিগত নোবেলজয়ী, পার্লামেন্টের সদস্য এবং অন্যান্যদের নোবেল পুরস্কারের জন্যে সদস্যদের নাম দিতে প্রস্তাব দেওয়া হয়। তবে নিয়মানুযায়ী, কোনো ব্যক্তি নিজেকে নোবেল পুরস্কারের জন্যে মনোনীত করার এক্তিয়ার নেই।
নিয়মানুযায়ী, নোবেল পুরস্কারের জন্যে কারা মনোনয়ন দিল ও কারা মনোনয়ন পেল তা জানতে অপেক্ষা করতে হয় ৫০ বছর। নির্ধারিত সময়ের (৫০ বছর) আগে কোনোভাবেই এ সম্পর্কিত তথ্য প্রকাশ করা হয় না।
পদার্থবিদ্যা ও রসায়নের মনোনীত ও মনোনয়ন সংক্রান্ত সর্বশেষ তথ্য ১৯৭০ সাল পর্যন্ত প্রকাশ করা হয়। চিকিৎসাশাস্ত্রে প্রকাশ করা হয়েছে ১৯৫৩ সাল পর্যন্ত। সাহিত্য ১৯৭৩ সাল পর্যন্ত এবং শান্তিতে ১৯৭১ সাল পর্যন্ত প্রকাশ করা হয়েছে। তবে আলফ্রেড নোবেলের স্মরণে অর্থনীতি বিজ্ঞানে দ্যা ভেরিগ্স রিস্কব্যাংকের পুরস্কার এর মনোনয়ন ও মনোনীত ব্যক্তি সংক্রান্ত কোনো তথ্য এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি।
সূত্র: নোবেলপ্রাইজ.ওআরজি