trufy

ভারতে শেখ হাসিনার গাড়ি বহরের দৃশ্য দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার


ভারতে শেখ হাসিনার গাড়ি বহরের দৃশ্য দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার


সম্প্রতি, ভারত সরকারের বিশেষ নিরাপত্তায় আজ (২১ ফেব্রুয়ারি) সকাল ভোর ৬ টা ১২ মিনিটে দিল্লি এলাহাবাদ থেকে হিন্দলে শরিয়ে নেওয়া হয়েছে আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা কে। দেশবাসীকে অমর একুশে ফেব্রুয়ারি শত শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা বার্তা পাঠিয়েছেন আমাদের নেত্রী।- শীর্ষক দাবিতে একটি গাড়ি বহরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি গত ২১ ফেব্রুয়ারি ভোর ৬টা ১২ মিনিটে শেখ হাসিনাকে দিল্লির এলাহাবাদ থেকে হিন্দলে সরিয়ে নেওয়ার দৃশ্য নয়। বরং, এটি ২০২২ সালের জানুয়ারি মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফিরোজপুর সফর বাতিল সংক্রান্ত একটি ভিডিও।

অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ‘The Tribune’ এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ০৫ জানুয়ারি “PM Modi cancels Ferozepur visit after farmers block roads” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। 

উক্ত ভিডিওর বিবরণ থেকে জানা যায়, গাড়ি বহরের দৃশ্যটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফিরোজপুরের সফর বাতিল করে ফেরার দৃশ্য। 

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে India.com এর ওয়েবসাইটে একই তারিখে “PM Modi Cancels Ferozepur Visit After Security Lapse Due to Protest; MHA Seeks Report From Punjab Govt”- শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালের ০৫ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফিরোজপুর সফরে যান। পরবর্তীতে নিরাপত্তা ত্রুটির জন্য সফর বাতিল হয়।

সুতরাং, ২০২২ সালের জানুয়ারি মাসে নরেন্দ্র মোদির ফিরোজপুর সফর বাতিল সংক্রান্ত একটি ভিডিওকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লির এলাহাবাদ থেকে হিন্দলে সরিয়ে নেওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

Join Us as a Volunteer!

Are you passionate about promoting truth and making a difference? At Trufy.co, we’re building a community to fight misinformation and create a more informed society. By joining us, you’ll contribute to meaningful change, learn valuable skills, and be part of a supportive team dedicated to making the world a better place. Sign up today and help us spread the truth!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *