রবীন্দ্রনাথের কারণে কী কাজী নজরুল ইসলাম নোবেল পুরস্কার পাননি?

বাংলা সাহিত্যের দুই প্রবাদপুরুষ হলেন রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম। ফলে এই দুইজনকে নিয়েই সমাজে এমন এমন কথা প্রচলিত আছে যার কোনো বাস্তব প্রমাণ নেই। এর মধ্যে একটি কথা হলো— রবীন্দ্রনাথের কারণে কী কাজী নজরুল ইসলাম নোবেল পাননি!
কিন্তু আসলেই কী তাই? আসুন জানা যাক।
বাংলাপিডিয়ার তথ্যানুসারে, রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন ১৮৬১ সালের ৭ ই মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ শে বৈশাখে)। আর রবীন্দ্রনাথের জন্মের ৩৮ বছর পর ১৮৯৯ সালের ২৪ মে (১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ) জন্মেছিলেন কাজী নজরুল ইসলাম।
নোবেলপ্রাইজ.ওআরজির তথ্যে জানা যায়, ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছিলেন। ১৯১৩ সালের নোবেলের নমিনেশনের ডাটাবেইজ থেকে দেখা যায়, সে বছর মোট ৩২ জন মনোনয়ন পেয়েছিলেন। এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জমা দিয়েছিলেন থমাস টার্জ এস মুর। তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল ৫২ বছর।
অপরদিকে ১৯০৮ সালে মাত্র ৯ বছর বয়সে কাজী নজরুল ইসলাম পিতৃহারা হলে ওনার শিক্ষা জীবন বাঁধাগ্রস্ত হয়। মাত্র দশবছর বয়সেই কর্মজীবন শুরু করতে হয়। এসময়ে তিনি মক্তবে শিক্ষকতা থেকে শুরু করে মসজিদের মুয়াজ্জিন হিসেবে কাজ করেন। ১৯১৩ সালে কাজী নজরুল ইসলামের বয়স তখন ১৪ বছরে গড়ায় আর সে বছরই সাহিত্যে নোবেল পায় রবীন্দ্রনাথ ঠাকুর।
তাই, রবীন্দ্রনাথের কারণে কাজী নজরুল ইসলাম যে নোবেল পায়নি— প্রচলিত এই ধারণাটি ভিত্তিহীন।
তথ্যসূত্র:
https://www.nobelprize.org/prizes/literature/1913/tagore/biographical
https://www.nobelprize.org/nomination/archive/list.php?prize=4&year=1913